দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের অবদান কোনদিন ম্লান হবার নয়। তাদের অবদানকে অস্বীকার করলে বাংলাদেশের সম্মানের জায়গাটা দুর্বল হয়ে যায়। তিনি গত ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চান্দগাঁও স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ চান্দগাঁও থানা কমান্ড কাউন্সিল আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সরোয়ার আলম মনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফ্ফর আহমদ, শহিদুল হক চৌধুরী, নোমান আল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল বশর, কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর এছরারুল হক, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, কাউন্সিলর মো. আশরাফ আলম, কাউন্সিলর জেসমিন পারভীন জেসি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।