মুক্তিযোদ্ধাকে হারিয়ে চসিকের দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ টানা দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিটি কর্পোরেশন একাদশ ১০ গোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। এর আগের খেলায় সিটি কর্পোরেশন একাদশ কাস্টমস স্পোর্টসকে হারিয়েছিল। সিটি কর্পোরেশন চারটি খেলায় পয়েন্ট ভাগ করেছে এবং ১টি খেলার হার হার মানে। ৭ খেলা শেষে সিটি কর্পোরেশন ১০ পয়েন্ট অর্জন করেছ। অন্যদিকে মুক্তিযোদ্ধা সমান খেলায় ৯ পয়েন্ট পেয়েছে। মুক্তিযোদ্ধা ২টি খেলায় জয়, ২টিতে পরাজয় এবং ৩টি খেলায় ড্র করেছে।

গতকাল খেলার প্রথমার্ধে তুলনামূলক বেশি সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা দল। কিন্তুৃ খেলোয়াড়দের ব্যর্থতায় তারা গোল পেতে ব্যর্থ হয়। এর খেসারতও দিতে হয়েছে তাদের দ্বিতীয় পরাজয় বরণ করে। এ অর্ধেই রাকিবুলের একটি দুর্দান্ত শট ক্রসবারে লেগে ফিরে আসলে নিশ্চিত সুযোগ নষ্ট হয় মুক্তিযোদ্ধার। দুর্ভাগ্য রাকিবুলের। ২২ মিনিটে আবারো একটি সুযোগ আসে তাঁর কাছে। শাহাজাহানের বাড়িয়ে দেয়া বল আয়ত্বে আনেন রাকিবুল। কিন্তু বলটা গোলের বদলে ক্রসবারের পাশ দিয়ে বাইরে মেরে দেন। অথচ সামনে ছিল একা গোলকিপার। ৩ মিনিট বাদে উল্টো গোল খেয়ে বসে মুক্তিযোদ্ধা। আক্রমনে উঠা সিটি কর্পোরেশনের তানিন পাস বাড়ান জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর দ্রুত বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন ()। এক গোলে এগিয়ে যায় সিটি কর্পোরেশন। ৩১ মিনিটে সিটি আবারো সুযোগ পায়। এবার তরিকুল বাম প্রান্তে গিয়ে যে শটটি করেন তা গোলের সামনে দিয়ে সাইডবার ঘেঁষে চলে যায়। এক গোলে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধা দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল শোধের চেষ্টায় থাকে। বেশকিছু আক্রমনও পরিচালনা করে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোল পাওয়া হয়নি তাদের। ৫৮ এবং ৬৮ মিনিটের সময় মুক্তিযোদ্ধার মাহমুদুল ইসলাম এবং বদলি শেখ আহম্মদের দু’দুটি প্রচেষ্টা নষ্ট হয়। উভয়েই বক্সের ভেতর থেকে গোলবারের উপর দিয়ে মেরে দেন। বাকি সময় আক্রমন প্রতি আক্রমনে খেলা শেষ হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি কর্পোরেশন একাদশ। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের খেলোয়াড় তানিন সরকার। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল। আজকের খেলায় অংশ নেবে মাদারবাড়ি উদয়ন সংঘ এবং শতদল। বিকাল ৩টায় খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের বড় হারে বাংলাদেশের উন্নতি
পরবর্তী নিবন্ধসাবিনাকন্যা বাঁধনের কণ্ঠে হিন্দি রবীন্দ্রসংগীত