মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা, ২২ জনের বিরুদ্ধে মামলা

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনায় চার দিন পর মামলা হয়েছে। মামলায় জামায়াতের দুই সমর্থকসহ ২২ জনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার রাতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০১২ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তারউজ জামান জানান। খবর বিডিনিউজের।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু স্বাক্ষরিত এজাহারটি ফেনীর বাসা থেকে দুপুরে চৌদ্দগ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধা থানায় নিয়ে আসেন। রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মামলায় হামলা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেনজামায়াতে ইসলামীর বহিষ্কৃত সমর্থক চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের আবুল হাশেম মজুমদার (৪৮) ও অহিদুর রহমান মজুমদার (৪০); একই গ্রামের রাসেল (৩০), ইসমাইল মজুমদার (৪০), বেলাল হোসেন (৪৫), পেয়ার আহাম্মদ মজুমদার (৩৭), নয়ন মজুমদার (৩২), এমরান (৩৪), পাশের পাতড্ডা গ্রামের শিমুল (৩৫), শনপুর গ্রামের রুবেল (৩৫)

রোববার আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা গ্রাম ঘুরিয়ে লাঞ্ছিত করে একদল লোক। তারা ওই ঘটনার ভিডিও ধারণ করে। সন্ধ্যার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআবদুল মতলব
পরবর্তী নিবন্ধসমাজের বোনম্যারোতে সমস্যা, এখন দরকার নতুন ব্যবস্থা : জামায়াত আমির