মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ

আলোচনা সভায় ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, বিজয় দিবস ও দেশ গঠনে শহীদ জিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ একথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশের গণতন্ত্র ও অধিকার আজ ভুলণ্ঠিত। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বর্তমান অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, নিয়াজ খান, এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম মনজু, মোশারফ হোসেন দিপ্তী, মনজুর রহমান চৌধুরী, সেকান্দর, হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ক্র্যাপ জাহাজে ডাকাতি, ৪৩ জলদস্যু আটক
পরবর্তী নিবন্ধআরজে নিরবসহ চারজনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা