মুক্তিযুদ্ধ আর বাহাত্তরের সংবিধানের প্রশ্নে সিপিবি আপস করবে না

চট্টগ্রামে সিপিবির জেলা সম্মেলনে এমএম আকাশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

সিপিবি মুক্তিযুদ্ধ আর বাহাত্তরের সংবিধানের প্রশ্নে কোনো আপস করবে না মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. এমএম আকাশ বলেছেন, রাজাকারআলবদরদের কাছ থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা রক্ষা করব। এই বাংলাদেশ হবে গরীব, মেহনতি, খেটে খাওয়া মানুষের। পাকিস্তানের ২২ পরিবারের মতো সালমান রহমান আর এস আলমের বাংলাদেশ আমরা চাই না। গতকাল শুক্রবার বাংলাদেশের পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. এমএম আকাশ এসব কথা বলেন। দেশে কখনও গণতন্ত্র ছিল না উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী পার্টির উত্তরসূরী হলেও তারা মুক্তিযুদ্ধের পতাকা ফেলে দিয়েছিল। রাজাকারদের সাথে আপোষ করেছিল। এজন্য আজকে আমরা রাজাকারদের তাচ্ছিল্যের হাসি দেখতে পাচ্ছি। এখন তারা ক্ষমতায়ও এসে যেতে চাচ্ছে। পাকিস্তানের মন্ত্রী এসে এদেশের মানুষকে সবক দেওয়ার দুঃসাহস দেখায়। নগরীর চেরাগী পাহাড় মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিবির কেন্দ্রীয় সদস্য ড. এম এম আকাশ। দলের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন পার্টির সংস্কৃতি শাখার কর্মীরা। চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। সকালে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ শেষে লাল পতাকার মিছিল বের হয়। এরপর নগরীর কাজীর দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমেয়র বাড়ি সমাজ কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধনিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন