মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, পরিচয় ও বেঁচে থাকার প্রেরণা

আলোচনা সভায় আবু তাহের

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আবু তাহের বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মাবোনের আত্মত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাস রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি।

তাই মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরব, আত্মপরিচয় ও বেঁচে থাকার প্রেরণা। যেকোনো মূল্যে এই অর্জন আমাদের ধরে রাখতে হবে এবং গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে ইনশাআল্লাহ।

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগ্ম আহ্বায়ক কে এম আবছার রনির সঞ্চালনায় নগরীর আগ্রাবাদস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাজী শওকত আকবর, শেখ আকতার উদ্দিন, নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, সার্জেন্ট (অব.) আবু তাহের, নগর যুব সংহতি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম কায়সার হামিদ মুন্না, শ্রমিক পার্টির আহ্বায়ক এনামুল হক রাশেদ, সদস্য সচিব মোহাম্মদ মামুন, কৃষক পার্টি সভাপতি এনামুল হক বেলাল, সাধারণ সম্পাদক নুর আহাম্মদ মিটু, স্বেচ্ছাসেবক পার্টি মহানগর কমিটির আহ্বায়ক এম আজগর আলী, সদস্য সচিব আশিকুর রহমান, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক শরিফুল মোল্লা নিরব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাতুর ইসলাম কচি, মাইনুর উদ্দিন রায়হান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সালামত ভূইয়া, সাইফুদ্দিন, হাফেজুর রহমান, হাসান আলী, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ আরমান, দিদারুল্লাহ দিদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আজ লালদিঘীতে নানা কর্মসূচি
পরবর্তী নিবন্ধআলোর দিশার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা