মুক্তিযুদ্ধে রুশনির অবদান চিরস্মরণীয়

স্মরণসভায় পেয়ারুল

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা শওগত হাফিজ খান রুশনির ৩১তম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

বক্তব্যে পেয়ারুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে স্বাধীন হয়েছে এ দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগসুবিধা ক্রমে বাড়িয়ে চলছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরও তাদের যথাযোগ্য সম্মান দেয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা রুশনী মুক্তিযুদ্ধের অনেক আগ থেকে থেকেই দলীয় কর্মী ও সাধারণ জনতাকে দেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে প্রস্তুত করতে কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়। বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদের সভাপতিত্বে ও জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন, ফেরদৌস হাফিজ খান রুনো, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস, এম কে রায়, মনোরঞ্জন বিশ্বাস, আহমদুর রহমান চৌধুরী, ফজল হক, স্বপন সেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল বিশ্ব ইজতেমা শুরু, ময়দানে বাড়ছে জমায়েত
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব