বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১৩ ৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বিশেষ স্মরণিকা প্রকাশ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলার মানুষের ভাগ্যের উন্নতির জন্য সারাজীবন লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করার মাধ্যমে দেশের মানুষের আকাঙ্খাকে স্তব্ধ করা হয়েছে। তারপরও অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারসহ বঙ্গবন্ধুর অনুসারীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। শত অত্যাচার নির্যাতন দু:শাসন আর বঞ্চনার পরও তারা সেদিন রুখে দাঁড়িয়েছিল। অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার বঙ্গবন্ধুর অকৃত্রিম অনুসারী ছিলেন। মুক্তিযুদ্ধে তার বিশাল অবদান ছিল। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনঃগঠনে তার ব্যাপক কার্যক্রম এই অঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আইন পেশার পাশাপাশি সন্তানদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, সৈয়দ দিদার আশরাফী, প্রবনবরাজ বড়ুয়া, এনামুল হক চৌধুরী, রেখা আলম চৌধুরী, মাহমুদ রাসেল, নুরুল মুমিন, রেজাউল করিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।