মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালন উপলক্ষে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জাসাস চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক লায়ন এম.এ মুসা বাবলুর সভাপতিত্বে ও মামুনুর রশিদ শিপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন একরামুল করিম, এএম নাজিম উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, মফিজুল হক ভুঁইয়া, অলিউল্লাহ বেণু, মানিক মিয়া (মরণোত্তর) ও সানোয়ার আলী শানু (মরণোত্তর)। সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর দ্বারা আক্রান্ত হওয়ার পর মেজর জিয়া যে কাজটি করতে পেরেছিলেন, তা করা উচিত ছিল জাতীয় পর্যায়ের প্রধান রাজনৈতিক নেতাদের এবং এর জন্য তাদের একটা পূর্বপরিকল্পনাও থাকা প্রয়োজন ছিল। শহীদ জিয়া সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধে নেতৃত্বও দেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সাথে শহীদ জিয়ার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং কখনোই স্বাধীনতা ও বাংলাদেশ থেকে জিয়াকে বিচ্ছেদ করা যাবে না। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবু মুসা, আলী আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।