মুক্তিযুদ্ধে আতাউর রহমান কায়সারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী ফোরামের সভায় বক্তারা

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:০৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আতাউর রহমান খান কায়সারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার চন্দনপুরাস্থ বংশাল বাড়ির কবরস্থানে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী ফোরাম-৭৫ এর উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। বিকালে নগরীর ভান্ডার মার্কেটস্থ কার্যালয়ে সংগঠনের আহবায়ক মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী। তিনি বলেন- আতাউর রহমান কায়সার চট্টগ্রাম আওয়ামী লীগকে সুসংগঠিত করা, মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করতে আজীবন কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধে আতাউর রহমান কায়সারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এতে বক্তারা বলেন, আরো অনেক রাজনৈতিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে আতাউর রহমান খান কায়সার চট্টগ্রামবাসীর কাছে এখনো একজন সৎ ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা শফিকুল হাসান, সংগঠনের সদস্য সচিব সৈয়দ মাহমুদুল হক, নুরুল আফসার, মো. সাগীর আহমেদ, মো. জহিরুল ইসলাম, মো.সাইফুল করিম, জয়নুদ্দিন জয়, মো. রেজাউল করিম রিটন, আজিজ উদ্দিন, তৌহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবসন্ত তনচংগ্যা হত্যায় ১০ জনকে আসামি করে মামলা