শৈলী প্রকাশনের উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবের গতকাল দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের এই বীরত্বপূর্ণ ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে, তাদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক ও কলাম লেখক বিকাশ চৌধুরী বড়ুয়া, সাংবাদিক এম নাসিরুল হক, ড. নারায়ন চন্দ্র দে, প্রাবন্ধিক মুহাম্মদ মুসা খান, প্রাবন্ধিক খনরঞ্জন রায়, প্রাবন্ধিক শাকিল আহমদ, মুহম্মদ মহসীন চৌধুরী। সূচনা বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব পরিষদের সদস্য সচিব অধ্যাপক বাসুদেব খাস্তগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু।
দ্বিতীয় পর্বে অধ্যাপক মৃণালিনী চক্রবর্তীর সভাপতিত্বে স্বরচিত লেখাপাঠে অংশ নেন কাঞ্চনা চক্রবর্তী, সৌভিক চৌধুরী, রুনা তাসমিনা, আয়েশা পারভীন চৌধুরী, আহসানুল কবির রিটন, গৌতম কানুনগো, জসিম উদ্দিন খান, ডা. প্রণব কুমার চৌধুরী, ডা. কল্যাণ বড়ুয়া, তরুণ কান্তি বড়ুয়া, তানভীর হাসান বিপ্লব, তৌফিকুল ইসলাম চৌধুরী, নাসিমা শওকত, প্রদ্যোৎ কুমার বড়ুয়া, ফেরদৌস কান্তা, বনশ্রী বড়ুয়া, বিদ্যুৎ কুমার দাশ, বিভা ইন্দু, বিলাস কান্তি দাশ, মাজহার হেলাল, মোয়াজ্জেম হোসেন, শাহিদা আয়শা, সালাম সৌরভ, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুবর্ণা দাশ মুনমুন, সুমনা দাশ শান্তা, সুমি দাশ, সৈয়দা ডালিয়া, মুক্তারানী দেবী, দিলরুবা খানম।
আজ শুক্রবার সকাল ১০ টায় ছড়া ও কবিতা পাঠ । এতে সভাপতিত্ব করবেন বিপুল বড়ুয়া। বিকেল সাড়ে ৪টার অধিবেশনে সভাপতিত্ব করবেন কবি মর্জিনা আখতার। সন্ধ্যা ৬ টায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। আলোচক থাকবেন কবি অভীক ওসমান, রিজোয়ান মাহমুদ, নেছার আহমদ, অরুণ শীল, রেজাউল করিম স্বপন, মো. মাজহারুল হক, মুহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ জহির, এটিএম শহীদুল্লাহ শহীদ, গোফরান উদ্দীন টিটু। প্রেস বিজ্ঞপ্তি।












