মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মতবিনিময়

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে গতকাল বিকেল ৩টায় পরিষদের সাহিত্য বিষয়ক উপ-পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, পান্টু লাল সাহা, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, মোহাম্মদ বেলাল হোসেন, চবি শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন, ড. মোহাম্মদ শেখ সাদী, ড. মোরশেদুল আলম, তৌহিদুল ইসলাম, কবি মিনু মিত্র, নুর হোসেন, আলী আসগর চৌধুরী, আশরাফ তারেক, মোহাম্মদ আলী, কফিল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের মধ্যে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী চক্র আল-বদর, রাজাকারেরা নতুন প্রজন্মকে ভুল বুঝিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাসহ জামায়াত-শিবির তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। শুধু তাই নয় তারা আমাদের স্বাধীনতার সার্বভৌমকে লুন্ঠিত করার লক্ষ্যে খুব সূক্ষ্ম চক্রান্ত করে যাচ্ছে। তাই আমাদের এখনই উচিত আমাদের প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জায়া বেগম মুশতারী শফী গুরুতর অসুস্থ
পরবর্তী নিবন্ধ৪৮ বছরে নান্দিকার