মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মোশাররফ করিমের নাটক

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রবির আবির’। এলিনা শাম্মীর রচনায় এটি পরিচালনা করেছেন অরণ্য পলাশ। খবর বাংলানিউজের।
বিজয় দিবস উপলক্ষে নির্মিত নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী।
‘রবির আবির’র গল্প ১৯৭১ সালের। এতে গ্রামের ছেলে হাবিব আর ফরহাদ জমজ ভাই। হাবিব ভালোবেসে গোপনে বিয়ে করেন সুরমাকে। তাদের এই বিয়ের কথা তখনও গ্রামের কেউ জানেন না। সুরমার গর্ভে হাবিবের সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। এরই মধ্যে শুরু হয় মুক্তিযুদ্ধ। হাবিব মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেন।
এদিকে হাবিব তার জমজ ভাই মসজিদের ইমাম ফরহাদকে দায়িত্ব দেয় সুরমার। ফরহাদকে বলেন, তিনি যদি যুদ্ধে গিয়ে আর ফিরে না আসেন, তবে যেন ফরহাদ সুরমার দায়িত্ব নেয়। শেষ পর্যন্ত হাবিব কি দেশ স্বাধীন করে ফিরতে পারবেন? এ প্রশ্নের উত্তর মিলবে নাটকটির শেষে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রবির আবির’।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’
পরবর্তী নিবন্ধ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর