চট্টগ্রাম মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব একইভাবে প্রজ্জ্বলিত হবেন প্রতিটি বাঙালির হৃদয়ে। গতকাল শুক্রবার নগরীর দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম–বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা সাংবাদিক প্রীতম দাশ। সংগঠনের নেত্রী এডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, ডা. ফজলুল হক সিদ্দিকী, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, কামাল হোসেন রিজভী, দীপন দাশ, ইমরান মুন্না, মুস্তাফিজ বিপ্লব, মাহি আল জিসা, ইলিয়াস হায়দার, নবী হোসেন সালাউদ্দিন, ফারজানা মিলা, কোহিনুর আকতার, খোরশেদ আলম, ডা. শওকত ইমরান, আবদুর রহীম, ডা. উজ্জ্বল দাশ, ডা. মনিরুল ইসলাম, জোনাইদ জিকু, অমিত মজুমদার নয়ন, শাহাদাত টিপু, নাসির আলী পান্না, এ এম এইচ মানিক, মফিজুর রহমান বাহাদুর, ইয়াসির আরাফাত শ্রাবণ, এস এম রাফি, ইশতিহাদ শিপন, আবু বক্কর সিদ্দিকী, আশফাক আহমেদ, জয় দাশগুপ্ত, রিমান বিন চৌধুরী, জনি বিশ্বাস, মহিন উদ্দিন মহিন, সাহেদ চৌধুরী, পারভীন আকতার, ইমাম শাকিব, সোনিয়া চৌধুরী প্রমুখ। এতে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন অনিমেষ পালিত অরণ্য। প্রেস বিজ্ঞপ্তি।












