মুক্তিযুদ্ধের তথ্যনিষ্ঠ ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে

রফিকুল ইসলামের ১৩ টি গ্রন্থের প্রকাশনা উৎসব

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা গবেষক সৈয়দ রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধ বিষয়ক ১৩টি গবেষণাধর্মী গ্রন্থের প্রকাশনা উৎসব গতকাল শনিবার নগরীর সিনিয়রস ক্লাব হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সাবেক রিসার্চ ফেলো গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, অনেকেই নানা বিষয়ে লিখেন। কিন্তু সব লেখা মানোত্তীর্ণ ও তথ্যধর্মী হয় না। ভেতরে সারবত্তা নেই এমন লেখাও প্রচুর। তাই গবেষণাধর্মী নির্ভুল বই প্রকাশের ওপর বেশ জোর দিতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের ইতিহাস বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
লেখক-বাচিক শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। ১৩টি গ্রন্থের নানা দিক নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের সভাপতি ডা. সেলিম আক্তার চৌধুরী, অধ্যাপক আবু তালেব বেলাল, লেখক ও কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, গল্পকার ফারজানা রহমান শিমু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল আলম, ইয়াছিন মাহামুদ, বেদারুল ইসলাম বেদার, ডা. মোহাম্মদ শাহ সোলাইমান, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, আবদুল হাকিম, মোহাম্মদ জাকারিয়া, আশিকুন্নাহার, সৈয়দ মোহাম্মদ খোবাইব, নুরের রহমান রনি, রিদোয়ান সাজ্জাদ, আমির হোসেন, নুর রায়হান, নারায়ণ গুপ্ত, ইঞ্জিনিয়ার অঞ্জন সরকার, শিক্ষিকা নার্গিস আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের বিশেষ সভা
পরবর্তী নিবন্ধদেওয়ান কামাল আহমদ