চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন, সাবেক প্রক্টর, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীন স্মরণে এক সভা, দোয়া মাহফিল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ৬ জুলাই সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু্ল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও সাংবাদিক মলয় চন্দন মুখোপাধ্যায়। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশীষ সেন, সংগঠক অজিত কুমার শীল, কবি সজল দাশ, আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, সাংবাদিক সুমন বড়ুয়া, ছাত্রনেতা মনজুর আলম, সংগঠক ইমরান সোহেল, দীলিপ সেনগুপ্ত, রতন ঘোষ, জাবেদ চৌধুরী, জারিয়াত, প্রিয়ন্তী প্রমুখ। সভায় একজন শিক্ষার্থীকে ড. গাজী সালেহ উদ্দীন স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীন আমৃত্যু দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে গেছেন। শহীদ পরিবারের সন্তান হিসেবে যেমন তার পরিবার মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে গেছেন, গাজী সালেহ উদ্দীন নিজেও মুক্তিযোদ্ধা হিসেবে দেশমাতৃকার জন্য লড়াই করেছেন। যুদ্ধাপরাধ আন্দোলনসহ দেশেন সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন সংগ্রামে একজন বলিষ্ঠ কর্মী হিসেবে সবসময় সোচ্চার ছিলেন। পাহাড়তলী বধ্যভুমি স্মৃতি রক্ষণ আন্দোলনে তিনি আমৃত্যু অগ্রসেনানী কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।