মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে

স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেকের সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:০৮ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ বলেছেন, বাঙালি-বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা। রক্তে রঞ্জিত বাংলাদেশের উন্নয়নে সর্বাগ্রে মুক্তিযোদ্ধার সন্তানদের এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির আহ্বায়ক শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরানের পরিচালনায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, মো. সরওয়ার আলম চৌধুরী মনি। বক্তব্য দেন, মো. ইউসুফ, মো. কুতুব উদ্দিন চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মো. কামরুল আলম জতু, নূর উদ্দিন, মঈনুল হোসাইন, জাহিদুর রহমান সোহেল, মিজানুর রহমান সজিব, সাজ্জাদ হোসেন, আশরাফুল হক চৌধুরী, আমিনুল ইসলাম আজাদ, সাইকা দোস্ত, বিবি গুল জান্নাত, রিপন চৌধুরী, আবু সাঈদ মাহমুদ রণি, ওয়াসিফুর হক চৌধুরী কৌশিক, সাইফুল্লাহ মাহমুদ, মনির হোসেন বিজয় প্রমূখ। সভায় সংবর্ধিত অতিথি তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণরাই সবচেয়ে বড় হাতিয়ার।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা পুরস্কার প্রদান আজ
পরবর্তী নিবন্ধইমরুল আজম