মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক উন্নয়নে ন্যাপকে ভূমিকা নিতে হবে উল্লেখ করে ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক বলেন দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মননশীলতা ও সামাজিক অবক্ষয় রোধে ন্যাপের মত দল বর্তমানে একান্ত অপরিহার্য। এক দিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে হাজার হাজার কোটি টাকা লুটিয়ে নিয়েছে, অপরদিকে জালানি তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। প্রধান বক্তা ন্যাপ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত দেশের বর্তমান সংকট সময়ে ১৪ দলকে নিস্ক্রিয় করে রাখার সমালোচনা করে বলেন শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য শরিক দলদের ব্যবহার দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনে না। গত ২৯ জুলাই দক্ষিণ জেলা ন্যাপের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ন্যাপের সভাপতি ডা. আশীষ কুমার শীল। প্রধান অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক। প্রধান বক্তা ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলী নেওয়াজ খাঁন, উত্তর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক শিব প্রসাদ, অ্যাড, আব্দুল জলিল। দক্ষিণ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাড অধ্যাপক অনুপম নাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফয়েজুল্লাহ মজুমদার, গাজী মো. আলমগীর কবির, প্রকৌশলী রনি সরকার, আজাদ মো. সৈয়দ নুর, মাস্টার উজ্জ্বল দে, বাসুদেব রুদ্র, রনি সরকার, রফিকুল মাওলানা, অমর কৃষ্ণ নাথ, অরুন বিকাশ দাশ, মন্টু দে, সুশিত বড়ুয়া, দেলোয়ার হোসেন, শিবু চৌধুরী, বিকাশ মল্লিক, ডা. শিবু প্রসাদ চৌধুরী, রিগান দাশ, পরিমল কান্তি নাথ,সুজিত সুত্রধর, সুলাল শীল, নয়ন ধর, স্বরুপ দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।