মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন : চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল আজম খানের সঞ্চালনায় সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং জুলাই বিপ্লবে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তব্য রাখেন মো. সাইফুদ্দিন, আবু সালেহ, মো. মোরশেদুল আলম, এস এম ফরিদুল আলম,আলমগীর সরকার, আবদুল করিম, খন্দকার লতিফুর রহমান আজিম, মো. আহসান, আবু তাহের, রকিবুল আমিন ভুঁইয়া, এম এ আজিজ হাওলাদার প্রমুখ। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করেন।

স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি : মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি’র পক্ষ থেকে ৫৫ তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ এ পুষ্পস্তবক অর্পণ করে “স্পৃহা” পরিবার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটি’র উপদেষ্টা ডাঃ জিতেন চন্দ্রশীল, প্রবাল ভট্টাচার্য, ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা মো. জমির আলম, সহ–সভাপতি সমর দেবনাথ নয়ন, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাশেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী আকবর নোমান, কার্যকরী সদস্য বাবলু দেবনাথ, মো. সেলিম সিদ্দিকী, নির্বাহী সদস্য মো. আলী আকবর সুমন, মো. মাসুদ রানা সালাউদ্দিন প্রমুখ।

সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ : বিজয় দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, এম হান্নান রহিম তালুকদার, মো. মফিজ, ওসমান গণি আলমগীর, হাজী মফজল আহমদ, মো. আমীর উদ্দিন চৌধুরী পিয়ারু, মো. আব্দুর রহিম, মো. এরশাদ, মো. মোজাম্মেল, মো. হাসান, মো. শাহ আলম, মো. মঈনুদ্দিন সিকদার, মো. ফাহিম, কে এম নয়ন, মো. জুবাইর, মো. নোমান, মো. মুন্না, মো. এনাম, মো. ফরহাদ, মো. ইলিয়াস, মো. মুরাদ সওদাগর, মো. রনি, মো. দিদার, মো. মাহফুজ, মো. জসিম, মো. মামুন, সেকান্দর, নুর আলম, ফরিদ, মহিউদ্দিন, দুদু মিয়া, মো. টিপু, মো. বাচা, রুবেল ও মো. রফিকসহ নেতৃবৃন্দ।

আবুধাবি বাংলাদেশ দূতাবাস : সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। সভায় বক্তব্য রাখেন এম এ বাশার, এম এ কুদ্দুস, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী মাহে আলম, স্বপ্না মনি, সাইফুল ইসলাম তালুকদার, শিবলী আল সাদিক, হারুনুর রশিদ, মো. বেলাল প্রমুখ। পরে প্রেস কাউন্সিলর আরিফুর রহমানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চট্টগ্রাম মহানগর এলডিপি : মহান বিজয় দিবস উপলক্ষে এলডিপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগরের সাংগঠনিক সম্পাদক নুরুল আসগর চৌধুরী। মহানগর যুগ্ম সম্পাদক সম্পাদক বি এম সায়েদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবু সৈয়দ, আজহারুল ইসলাম অপু, আকরামুল করিম ইমন, জাহাঙ্গীর আলম, ওসমান আলী রেজবি, এনাম উদ্দিন, মোজাম্মেল হক, আব্দুল্লা আল নোমান, যুবদল সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব, মো. আজিজ, মো. আসলাম, মিজান, সোহেল প্রমূখ। সভা শেষে কর্ণেল অলির দীর্ঘায়ু কামনা, শহীদের আত্মার শান্তি কামানায় বিশেষ দোয়া করা হয়।

নাজিরহাট কলেজ : নাজিরহাট কলেজে বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার জাতীয় সঙ্গীত পরিবেশন ও ড. দোলন কান্তি ভট্টাচার্যের নির্দেশনায় বিএনসিসি ক্যাডেটদের গার্ড অব অনার, রোভার স্কাউট, রেঞ্জার এবং রেড ক্রিসেন্ট দলের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জহির উদ্দীন ছিদ্দিকী শাহিন। উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক লিটন ভট্টাচার্য, অন্যান্য শিক্ষক–কর্মচারি ও স্থানীয় অভিভাবকদের নিয়ে কলেজের অধ্যক্ষ শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।

নৌ–যান শ্রমিক কর্মচারী দল : মহান বিজয় দিবস উপলক্ষে নৌ–যান শ্রমিক কর্মচারী দল জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি মো. আলাউদ্দিন, মো. ইয়াকুব খান, মো. সোহেল, মোহাম্মদ ওমর ফারুক রানা, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নুরসহ আলম মাস্টার, মো. রাজু, মো, হেলাল, সবুজ, টিপু, রাসেল এবং অন্যান্য নেতাকর্মীরা। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয় ’৭১ : বিজয় ’৭১ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী কর্মসূচির চেরাগী পাহাড় সি.আর.এস টিভি কার্যালয়ে বিজয় দিবস উদ্যাপন ও শিক্ষাবৃত্তি প্রদান ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ–সভাপতি ডাঃ মুজিবুল হক চৌধুরী, অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিজয় ’৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডাঃ আর. কে রুবেল। শিল্পী সমীরন পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অরুণ কুমার চক্রবর্ত্তী, ডাঃ মনির আজাদ, রিটন কান্তি দাশ, সংগীত শিল্পী কেয়া লাহেড়ী, সোমা মুৎসুদ্দী, মোহাম্মদ এনাম, মোঃ ইব্রাহিম চৌধুরী, আবেদা মীরা প্রমুখ।












