নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনার মধ্যে নগর ও জেলার বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মই ভরসা। তাদের দেশপ্রেম নিয়ে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।
চিটাগাং সিনিয়রস ক্লাব : গত ১৬ই ডিসেম্বর প্রভাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চিটাগাং সিনিয়রস ক্লাব। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন, কমিটি মেম্বারদের মধ্যে মাশফিক-উল-হাসান, ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, মোহাম্মদ আব্বাস, মো. ফজলুল করিম ভূঁইয়া টিপু, মাসুদ পারভেজ চৌধুরী, ডা. ভাগ্যধন বড়ুয়া, ডা. মেজবাহ উদ্দিন আহম্মদ, এ কে এম আসাদুজ্জামান উজ্জল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, তিলক কুমারসহ ক্লাবের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ত্রিশ লক্ষ মানুষের রক্ত এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বহু আখাঙ্ক্ষিত আমাদের স্বাধীনতা। ভবিষ্যৎ প্রজন্ম এই বিজয় দিবস শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সোনালী ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার্স অফিস, চট্টগ্রামের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর সকালে আগ্রাবাদস্থ সোনালী ব্যাংক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষপস্তবক অর্পণ করেন জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
হালিশহর থানা যুবদল : যুবদল হালিশহর থানার উদ্যোগে বিজয় দিবসের র্যালি নগরের ঈদগাঁ কাচা রাস্তাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নয়াবাজার বিশ্বরোড মোড়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি এম.এ.গফুর বাবুল।