বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচারের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজকর্মী ও শিল্পোদ্যোক্তা তারেক জুয়েল। তিনি বলেন, সেদিন বেশ অবাক হয়েছিলাম যেদিন শুনলাম সিঙ্গাপুর ২৪ ঘণ্টার একটা দেশ হবে। সে দেশের প্রতিটা অফিস, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা সেবা দেবে। একটা দেশ কি ২৪ ঘণ্টা জেগে থাকতে পারে! বিষয়টি আমাকে অবাক করলেও সত্যি সত্যি দেশটি ২৪ ঘণ্টার দেশে পরিণত হচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সিঙ্গাপুর যখন এ ধরনের পরিবর্তনের পথে এগুচ্ছিল তখন আমরা ৯টা-৫টা কর্মঘণ্টার মানসিক সীমাবদ্ধতার মধ্যে বসবাস করছিলাম।
তারেক জুয়েল বলেন, চট্টগ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব সুফি মিজানুর রহমান তার বক্তব্যে একবার বলেছিলেন, জীবনে উন্নতি করতে হলে ৯টা-৫টা নয়, বরং ৫টা-৯টা কাজ করতে হবে। সময় কারো জন্য অপেক্ষা করে না ঠিকই, কিন্তু সময়কে কাজ ও শ্রম দিয়ে পরাজিত করাই হলো উন্নতি। ওই চিন্তা থেকে ২৪ ঘণ্টার বিষয়টি আমার মগজে বসতি গড়েছে। আমার মনে হয়, একটি জাতির উন্নতির জন্য কাজের সময় বেঁধে দিলে হবে না, সময়কে সময়ের পথে ছেড়ে দিয়ে কাজের মাধ্যমে তাকে পরাজিত করতে হবে।
তিনি বলেন, আমার প্রিয় চট্টগ্রামে একটি টেলিভিশন কেন্দ্র রয়েছে। দীর্ঘদিন নানা সমস্যায় থাকলেও গত কয় বছরে এটির ব্যাপক উন্নতি হয়েছে। আজ থেকে এই কেন্দ্র ২৪ ঘণ্টা সমপ্রচারে যাচ্ছে। বিষয়টি আমাকে আপ্লুত করছে। আমার মনে হয় এটি শুধু একটি টেলিভিশন কেন্দ্রের সম্প্রচারের সময় বৃদ্ধি নয়, এটি দেশের বলিষ্ঠ নেতৃত্বের অধীনে দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রারই বহিঃপ্রকাশ। আমার বিশ্বাস, দেশের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধের ওপর গঠনমূলক অনুষ্ঠান সম্প্রচার বাড়ালে ২৪ ঘণ্টা সম্প্রচার দেশ গঠনে অবদান রাখবে।
তিনি চট্টগ্রাম কেন্দ্রের এই উন্নয়নকে চট্টগ্রামের মানুষের জন্য বড় উপহার হিসেবে দেখছেন। তার আশা, এই কেন্দ্র চট্টগ্রামের মানুষের আশা আখাঙ্ক্ষার বাতিঘর হয়ে উঠবে।