মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর ছিলেন এম কফিল উদ্দিন

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হাসেম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন এম কফিল উদ্দিন। মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যকে আরো দৃঢ় করতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সাবেক সংসদ সদস্য এম কফিল উদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার সদস্য সচিব কামরুল হুদা পাভেলের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, মোহাম্মদ মিজানুর রহমান সজিব, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, গোলাম কাদের হেলাল, হোছাইন উল্লাহ্‌ রিপন, নিশাত চৌধুরী, জিএম তাওসীফ, আলতাফ হোসেন চৌধুরী, লোকমান হাকিম বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতথ্য প্রযুক্তি সেক্টরে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে : এমপি লতিফ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধ ৩ করাত কল সিলগালা