মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়া অবিচ্ছেদ্য অংশ

মৃত্যুবার্ষিকীতে খাদ্যসামগ্রী বিতরণকালে এরশাদ উল্লাহ

| বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ৪:২০ অপরাহ্ণ

১৯৭১ সালে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। গতকাল বুধবার চান্দগাঁও থানা বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে সংগঠনের কার্যলয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এরশাদ উল্লাহ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইলিয়াছ চৌধুরী। পরিচালনা করেন মাসুদুল কবির রানা। প্রধান বক্তা ছিলেন, মহানগর বিএনপি নেতা ছৈয়দ আজম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইকবাল চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, ছৈয়দ সেহাব উদ্দীন আলম, এম এ হামিদ, শরীফ উদ্দীন খান, জাফর আহম্মদ, মো. আশরাফ, মোশারফ উদ্দীন, মো. ইসমাইল, শফিকুল ইসলাম শাহীন, মো. ইউছুপ, মো. হাছান, মো. আলমগীর, অ্যাড. এনামুল হক, মো. আবদুল মন্নান, ফোরকান উদ্দীন জাবেদ, আবু তাহের, ইমাম আলী, মো. তারেক, মো. আজগর, রিকু, ফজল কবির, জয়নাল, রাশেদ কামাল, টিপু, মো. ইয়াছিন প্রমুখ।
ছাত্রদল নেতা রুবেল : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার তৃতীয় দিন অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর ছাত্রদলের সাবেক নেতা আলিফ উদ্দিন রুবেল। এসময় উপস্থিত ছিলেন-আরিফুল ইসলাম তায়েফ, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আকিব, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ জসিম প্রমুখ।
পতেঙ্গা থানা বিএনপি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পতেঙ্গা থানা বিএনপির উদ্যোগে থানা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি আবু জাফর, সোলাইমান, সাইফুল ইসলাম সাবের, যুগ্ম সম্পাদক লোকমান বালন, আলমগীর, মোহাম্মদ জসিম, আব্দুল হাকিম, গিয়াস উদ্দিন, মোহাম্মদ জসিম সওদাগর, মোহাম্মদ ইউসুফ, মালেক ফারুকী, ইকবাল, খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, মোজাহেরুল কাদের, মঞ্জুর, জাহেদ, ওসমান, আমিনুর রহমান শামিল, ইকবাল, লিটন, পারভেজ, জুয়েল, নয়ন, মতিন, শাহাদাৎ, মোহাম্মদ জাহাঙ্গীর, রিমন, মোহাম্মদ মুকতিয়ার হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা সোলাইমান। মোনাজাত পরবর্তী দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পরিবেশ আন্দোলনের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধদেশে প্রথম চা দিবস উদযাপিত হবে কাল