মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বই একটি মহামূল্যবান সম্পদ। যতবেশি বই পড়বে, ততবেশি জ্ঞান অর্জন করা সম্ভব হবে। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হলো বই পড়া। তাই সকলকে বই পড়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করা প্রজন্মই গড়ে তুলতে পারে স্বপ্নের সোনার বাংলা। চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত গতকাল রোববার শৈলী প্রকাশন আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। শৈলী প্রকাশনের কর্ণধার রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। শৈলী বইবন্ধু সম্মাননা প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, গল্পকার দীপক বড়ুয়া, কবি সুলতান নুরজাহান রোজী, গল্পকার মিলন বনিক, অধ্যাপক বিচিত্রা সেন, কবি বিপ্রতীপ অপু, রাশিদা তিথি, কাজী জাহাঙ্গীর, এস এম মোখলেসুর রহমান, শিপ্রা দাশ, ইকবাল আহমেদ খান, জেবারুত সাফিনা, অনিক শুভ, মানস শেখর, সুপ্তা দাশ, শামীমা আক্তার হীরা, রফিকুল ইসলাম, শামসুল কবির লিটন, আবু বাকের সিদ্দিক, মর্জিনা হক চৌধুরী পপি।
স্বাগত বক্তব্য দেন কবি-সাংবাদিক অমিত বড়ুয়া। অনুষ্ঠানে কবি লিপি বড়ুয়ার ‘মন জোনাকির ছায়াপথ’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।