মুক্তি

আ.ফ.ম.মোদাচ্ছের আলী | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:২৭ পূর্বাহ্ণ

আঁকবো আমি ফুল পাখি আর
আঁকবো দেশের ছবি
আঁকবো ছবি মুক্তি সেনার
ভোরের রাঙা রবি।
লড়াই লড়াই লড়াই করে
দেশটি স্বাধীন করলো যাঁরা
বাংলাদেশের সোনার মানুষ
বীর বাঙালির মানিক তাঁরা।
“মুক্তি” নামে ডাকি ওদের
বীর বাঙালির সূর্যদের
করবো স্মরণ বীরের কথা
আমার দেশের তূর্য দের।

পূর্ববর্তী নিবন্ধআঁধার ফুঁড়ে ফোটে আলো
পরবর্তী নিবন্ধবিজয় ফুল