মুক্তাঙ্গন নাট্যোৎসব সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

‘যুক্ত হবো সবার সাথে মুক্ত নাটক নিয়ে’-শ্লোগানকে ধারণ করে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ৩ দিনব্যাপী মুক্তাঙ্গন নাট্যোৎসবের সমাপ্তি হয়েছে গতকাল।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত উৎসবের সমাপনিতে দলীয় নৃত্য পরিবেশন করে চট্টগ্রাম নৃত্য নিকেতন, অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করে সাবিরা সুলতানা বীনার রচনা ও নির্দেশনায় নাটক ‘আমার একাত্তর’। কাসেম আলী রানা রচিত ও শামশুল কবীর নির্দেশিত নাটক ‘শুভ হরতাল’ পরিবেশন করে অ্যাঁভাগার্ড। ড. নীলিমা ইব্রাহিমের গল্প অবলম্বনে শুভ্রা বিশ্বাসের নাট্যরূপ, নির্দেশনা অভিনিত একক নাটক ‘বীরাঙ্গনা’ পরিবেশন করে কালপুরুষ নাট্য সম্প্রদায়। শোভনময় ভট্টাচার্য রচিত ও তাপস শেখর নির্দেশিত নাটক ‘একাত্তরের তেলেসমাতি’ পরিবেশন করে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম।
ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্‌ আলম সঞ্চালিত সমাপনি পর্বে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি খালেদ হেলাল। এসময় উপস্থিত ছিলেন, রঘু নন্দী, তৌহিদ হাসান ইকবাল, বিকিরণ বড়ুয়া, বিবি আয়েশা আকতার সুমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আসছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিজয় দিবস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন