‘মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে সুনাগরিক তৈরী হয়, যাদের অন্তর্দৃষ্টি বাংলাদেশের অবস্থানকে আরো উপরে নিয়ে যাবে, তথা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। তাদের ভালোবাসা শুধুমাত্র মুখে সীমাবদ্ধ থাকবেনা, তাদের ভালোবাসা কাজের মধ্যে প্রকাশ পাবে।’ গত রোববার নগরের একটি রেষ্টুরেন্টে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘যুক্তি তর্কে তারুণ্য’ শিরোনামে আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক নুর আনোয়ার হোসেন রঞ্জু উল্লেখিত অভিমত ব্যক্ত করেন।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ব্যাংকার কায়েস চৌধুরী, কবি ও ছাড়াকার জিন্নাহ চৌধুরী, দৃষ্টির সাবেক সভাপতি বৃজেট ডায়েস, দৈনিক আজাদীর সহ সম্পাদক রেজাউল করিম, চট্টগ্রাম জেলা ক্রীড়া স্ংস্থার কাউন্সিলর সাইফুল আলম খান, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল ও দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি কশসাফুল হক শেহজাদ। বক্তব্য রাখেন বনকুসুম বড়ুয়া নুপুর, শহীদুল ইসলাম হিরু, মুজিবুর রহমান মনি, সাবের শাহ, সাইফুদ্দিন মুন্না, কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান, মুন্না মজুমদার, সাখাওয়াত হোসেন মজুমদার, হোসাইন সামী। প্রধান অতিথি বলেন, আমাদের আজকের পৃথিবীতে জ্ঞানী মানুষ থেকে যুক্তিবোধ সমপন্ন মানুষ অধিক প্রয়োজনীয়। সমাপনী অনুষ্ঠানের আগে ক্লাব বিতর্কে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষক সাইফুদ্দিন মুন্নার সভাপতিত্বে ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুয়েট ডিবেটিং সোসাইটি। রানার আপ হয়েছে চমেক ডিবেটিং সোসাইটি। শ্রেষ্ঠ বক্তা নিবার্চিত হয়েছে চমেকের আহমেদ জায়েম খান। প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি ক্লাবের বিতর্ক দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, পোর্ট সিটি ইউনিভার্সিটি ডিবেট ফোরাম, বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয ডিবেট ক্লাব, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ডিবের্টাস্ কমোনিটি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডিবেটিং ক্লাব, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, মা ও শিশু হাসপাতাল ডিবেট ক্লাব ও চট্টগ্রাম ভেটেরিনারী এণ্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয ডিবেট ক্লাব ও দৃষ্টি চট্টগ্রাম ডিবেট ক্লাব। একই সাথে চট্টগ্রামের ১৬টি স্কুলের ১০০ জন শিক্ষার্থীর বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরো আয়োজনের সহযোগিতায় ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সদস্য প্রকৌশলী তাহিদ খান, রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং ও টপ স্টার ফ্যাশন লিমিটেড। প্রেস বিজ্ঞপ্তি।











