মুক্তকন্ঠ ফুটবলে দুটি খেলা সম্পন্ন

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতি অ১২ ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা সম্পন্ন হয়েছে। মাদারবাড়ী উদয়ন গলি বালি মাঠে দিনের প্রথম খেলায় ‘ক’ গ্রুপ থেকে পর পর জয় পেয়েছে মরহুম অলি আহমদ স্মৃতি সংসদ। তারা প্রতিপক্ষ মরহুম আলী আহমদ স্মৃতিকে ১০ গোলে পরাজিত করে। গোলদাতা নাহিদ উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহানগর যুবদল এর সাবেক ধর্মীয় সম্পাদক মো. আনোয়ার হোসেন। দিনের দ্বিতীয় খেলায় মরহুম বাদশা মিয়া স্মৃতি ৩১ গোলে মরহুম ঠান্ডা মিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে। বিজয়ী দলের মো. রাকিবকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার মো. বেলাল।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপও জিতলো অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধআবুল হায়াত ও হাসনারা চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রি আহবান