মুক্তকন্ঠ গ্রিনের খাবার বিতরণ

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

হাজী জালাল মাঝি বাই লেইন মাদার বাড়ি মুক্তকণ্ঠ গ্রিনের উদ্যোগে গত শুক্রবার বিকেলে সাড়ে চারটায় খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের সাবেক এজিএস মো. বেলাল।

সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য এড. মাহাবুবুল আলম। সঞ্চালনায় ছিলেন সদস্য জাহেদুর রহমান। উপস্থিত ছিলেন তাজেদারে মদিনা মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ শিহাব উদ্দিন আল কাদেরী, বাইতুল ইজ্জত জামে মসজিদের সহকারী খতিব হাফেজ কারী সাইফুল ইসলাম, মো. মহিউদ্দিন, আবু ছৈয়দ, হারুন অর রশিদ, শেখ আহাসান হাবিব রিপন, মো. ইউসুফ মোহাম্মদ শফি। এ সময় সুবিধাবঞ্চিত খেলোয়াড় ও হুজুরদের মাঝে ১২৬ জনকে লুঙ্গি, টুপি ও আতর বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ব্রাদার্স ইউনিটের গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা