মুক্তকন্ঠ ক্লাবের সদস্য সংগ্রহ শুরু

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের নতুন সদস্য সংগ্রহ গত বুধবার থেকে শুরু হয়েছে। ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস। এ সময় দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উদয়ন গলি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শিহাব উদ্দীন আল কাদেরী। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মো. জাহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি এডভোকেট মাহাবুব আলম, মো. জাহাঙ্গীর আলম, নাবেদুর রহমান মিজান, মো. ইদ্রিস, মো. আলমগীর হোসেন রনি, আফজালরু রহমান রবিন, মো. মঈনুদ্দীন, মো. মামুন হোসেন, জাহেদ খাঁন ও মো. হোসেন। এদিন প্রথম ২৩ জন ফরম নেন এবং ৩৪ জন নবায়ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট্রাল পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআহলা চাইল্ড কেয়ার একাডেমির রজতজয়ন্তী