মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি অ–১২ ফুটবল টুর্নামেন্টে মরহুম অলি স্মৃতি সংসদ ৪–০ গোলে গতবারের চ্যাম্পিয়ন মরহুম আবুল বশর স্মৃতি সংসদকে পরাজিত করে শুভসূচনা করে। খেলায় বিজয়ী দলের জীবন ও রাকিব ২টি করে গোল করেন। গত ২১ ডিসেম্বর উদয়ন গলি আবাসিক মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের সহ–সভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ–সভাপতি গোলাম মোহাম্মদ মন্টু, বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠান তাজেদার মাদিনা সুন্নিয়া মাদ্রাসার চেয়ারম্যান মো. আলমগীর হোসেন রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তা রেজাউল হোসেন রাসেল, সদরঘাট থানা বিএনপি সাবেক সহ–সভাপতি মো. এরশাদ, মাদারবাড়ী উদয়ন সংঘের নির্বাহী সদস্য এড. মাহাবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস, মো. হোসেন, প্রচার সম্পাদক মো. মামুন, সদস্য কবির, মোক্তার হোসেন, আল–আমিন, জামাল ও মো. বেলাল। অংশগ্রহণকারী ৬টি দল ২ গ্রুপে ভাগ হয়ে রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলা: মরহুম বাদশা মিয়া স্মৃতি বনাম মরহুম নুরুল ইসলাম স্মৃতি (সময়: বেলা ২.৩০টা)।