মুক্তকণ্ঠ গ্রিনের উদ্যোগে মরহুম ছালে আহম্মদ, আব্দুল শুক্কুর, ইকবাল হাসান স্মৃতি ক্যারম,দাবা, লুড়ু টুর্নামেন্টের পুরস্কার বিতরণী গতকাল শনিবার মাদারবাড়ী সুলতান টাওয়ারের সামনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সহ–সভাপতি এডভোকেট মাহবুবুল আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. জাহেদুল রহমান। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো. সাইফুল্লাহ চৌধুরী, লুৎফুল করিম সোহেল, জিয়াউদ্দিন আহমেদ তানভীর, আব্দুল হান্নান মিরন, সাইফুল্লাহ মনির, মুক্তকণ্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টুর্নামেন্ট কমিটির সভাপতি রাজিব দত্ত রিংকু, মোহাম্মদ মহসিন সাজু, এস এম গিয়াস উদ্দিন, মো. সেলিম। দাবায় রুবেল রেজাউল করিমকে,লুডুতে আরিফ আব্দুল মালেককে, ক্যারমে জীবন ২–০ গেমে রাকিবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. হাফিজুর রহমান।