ছড়ার রাজা ছড়ার গুরু
যে নামেই হোক ডাকা
এই বিশেষণগুলো যেন
তাঁর জন্যই রাখা।
জানুয়ারির পাঁচ তারিখে
মুকুটহীন সম্রাট
জন্মেছিলেন বলেই বসে
ছড়ার চাঁদের হাট।
বৈচিত্র্যময় শব্দ চয়ন
সুখপাঠ্যের ছড়া
অসাধারণ নির্মাতা এক
মুগ্ধতায় হয় পড়া।
জানুয়ারির দুইয়ে গেলেন
আর না এলেন ফিরে
জ্যোতি হয়ে দ্যুতি ছড়ান
ছড়ার ছন্দ নীড়ে।








