মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনতে চলেছে দেশটির প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)। এরই মধ্যে দলটির সংসদ সদস্যরা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব দেওয়ার জন্য বাকি সংসদ সদস্যদের কাছ থেকে পর্যাপ্ত সই সংগ্রহ করেছেন। জানা গেছে, একটি চীনা গুপ্তচর জাহাজকে রাজধানী মালের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়ার পরই বিরোধী দলগুলো চীনপন্থি অবস্থানের জন্য মুইজ্জুর ওপর চাপ প্রয়োগ শুরু করে।
গত রোববার মুইজ্জুর মন্ত্রিসভায় নতুন চার সদস্যের নিয়োগের অনুমোদনের বিষয়ে সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন সংসদের কার্যক্রম ব্যাহত ও ভোটের আগে সংসদ কক্ষে সরকারদলীয় আইনপ্রণেতাদের প্রবেশে বাধা দেন বিরোধীরা। মন্ত্রিসভায় নতুন সদস্যদের নিয়োগ দেওয়া হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে বলে অভিযোগ তোলে বিরোধী দলগুলো।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। পার্লামেন্টে সহিংসতার পরই বিরোধীরা অভিশংসন প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে এমডিপি ও ডেমোক্র্যাটের প্রতিনিধিসহ মোট ৩৪ জন সংসদ সদস্য মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে তাদের সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।