মীর হেলালের ব্যাপক গণসংযোগ, উন্নত ও শান্ত হাটহাজারীর প্রতিশ্রুতি

চট্টগ্রাম-৫ আসন | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী উপজেলার ৩নং মীর্জাপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন। ব্যারিস্টার হেলাল স্থানীয় ভেলোয়ার পাড়া সড়ক হয়ে হযরত মোমেন শাহ মাজার জেয়ারত করেন এবং সেখান থেকেই মনছুরাবাদ কলোনি হয়ে দুর্গম এলাকা হাশিম নগর, ওবায়দুল্লাহ নগর, মুহুরীহাট হয়ে হযরত মছিউল্লাহ শাহ মীর্জাপুরীর মাজার জিয়ারত করেন। এরপর জগন্নাথ বাড়ি হয়ে সরকার হাটে গণসংযোগ এবং মীরজাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করেন।

পরবর্তীতে স্থানীয় জনতা ক্লাবের সঙ্গে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। বুড়ি পুকুর এলাকায় গণসংযোগের পর স্থানীয় ওয়ার্ড অফিস উদ্বোধন করেন। চারিয়া কাজী পাড়ায় পথসভায় বক্তব্য রাখেন। রেল স্টেশন চত্তরে এক পথসভায় যোগদানের পাশাপাশি আচার্য পাড়া, বোর্ড স্কুল এলাকা ও চারিয়া মাদ্রাসা কবরজিয়ারত শেষে স্থানীয় বাজারে গণসংযোগ করেন এবং ৯নং ওয়ার্ডের সমাবেশে অংশ নেন।

গণসংযোগকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এদেশের সাধারণ মানুষ ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। নারীপুরুষ, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের খেদমত করতে চাই। আগামীতে হাটহাজারী হবে সমগ্র দেশে উন্নত, সমৃদ্ধ ও শান্তিসমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাকাত হোসেন শিমুল, আনোয়ার হোসেন উজ্জ্বল, অধ্যাপক শেখ আহমদ জাফর আহমদ, আব্দুল জব্বার, কমরউদ্দীন নাহিদ, ফোরকান উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিএনপিঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম ওলেমাসহ নানান শ্রেণিপেশার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চিকিৎসাসেবা পেল তিন হাজার মানুষ
পরবর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ ও অনিরূদ্ধ ট্রাস্টের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ