মীর হেলালের নগদ পাঁচ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৫৮৮ টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফনামায় তিনি পেশা উল্লেখ করেন আইনজীবী। এছাড়া শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন এল.এল.বি (অনার্স), বারএটল। তিনি হলফনামায় আয়ের উৎস হিসেবে কৃষিখাতে বার্ষিক আয় দেখিয়েছেন ৪০ হাজার টাকা, বাড়ি/এপার্টমেন্ট বা অন্যান্য স্থাবর সম্পদ থেকে বার্ষিক আয় দেখান ৯ লাখ ১৫ হাজার ৬৪ টাকা, শেয়ার বন্ড সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে নিজ নামে আয় ২৩ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা, আইন পরামর্শক হিসেবে বার্ষিক দেখান ৭ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা আছে ৫ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৫৮৮ টাকা এবং স্ত্রীর নামে আছে ২০ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংকে নিজ নামে জমা আছে ২ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা, বন্ড, ঋণপত্র ও স্টক এঙচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন শেয়ার নিজ নামে বর্তমান মূল্য দেখিয়েছেন ৪ লাখ ৫ হাজার টাকা, স্থায়ী আমানত দেখিয়েছেন ২ কোটি ৪০ লাখ টাকা এবং সঞ্চয়পত্র দেখিয়েছেন ৫ লাখ টাকা। বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেল নিজ নামে অধিগ্রহণকালে মূল্য দেখান ২৮ লাখ ৮২ হাজার টাকা, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা ২৫ তোলার মূল্য দেখিয়েছেন ১ লাখ ৮৫ হাজার টাকা, ইলেকট্রনিক পণ্য দেখিয়েছেন ১ লাখ ১৫ হাজার টাকা, আসবাবপত্রের মূল্য দেখান ১ লাখ ৫০ হাজার টাকা। মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নিজ নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখিয়েছেন ১০ কোটি ৫২ লাখ ১৫ হাজার ৯৫৭ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ২০ লাখ টাকা। এছাড়া হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে ১৫০ শতক কৃষি জমির অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১ লাখ ৬৫ হাজার টাকা। নিজ নামে থাকা ফ্ল্যাট ও প্লটের অধিগ্রহণকালের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকা, স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকা। অপরদিকে হলফনামায় তার বিরুদ্ধে হওয়া ৪টি মামলার বিবরণ দেন।

পূর্ববর্তী নিবন্ধকৃষিখাতে হেলালীর আয় ৫৪ হাজার ৯০৭ টাকা
পরবর্তী নিবন্ধছুরিকাঘাতে সাবেক স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা