চকবাজার বিএনপি : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীনের শারীরিক সুস্থতা কামনায় সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর চকবাজারের নবাব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে চকবাজার থানার আওতাধীন তিনটি ওয়ার্ডের বিএনপি’র বিভিন্নস্থরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমজু মিয়া, নূর হোসেন, আব্দুর রাজ্জাক, শাহাজাহান কবির শাহীন, লাভু, আবু সালেহ, মনজুর আলম, সেলিম সিদ্দিকী, শফিকুল ইসলাম খোকন, আসাদুর রহমান টিপু, মেজবাহ উদ্দিন মিন্টু, আবু আহমেদ, নুরুল আলম শিপু, এস এম সিরাজ, মামুন, মাসুদ রেজা, জিএম কে রানা সালাউদ্দিন, ইলিয়াস জিকো, ইমরান লিটন, রানা, আলম সালাউদ্দিন, সোহেল, গিয়াস, এরশাদ উল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম, তারেক, শফিকুল আলম, কামাল, মোফাজুল হোসেন, এখতিয়ার হোসেন, হাসান প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনের আশু রোগমুক্তির কামনার বিশেষ দোয়ার সাথে সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উত্তর সাতকানিয়া : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী মীর নাসির উদ্দিনের সুস্থতা ও রোগমুক্তি কামনায় উত্তর সাতকানিয়া পাটানি ফুল মসজিদে মোহাম্মদ মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস বাবুল জালাল আহমদসহ আরও অনেক নেতা। সবাই একত্রিত হয়ে মীর নাসির উদ্দিনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। এ সময় বক্তারা বলেন, আমরা আশা করি, আমাদের প্রিয় নেতা শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। প্রেস বিজ্ঞপ্তি।