মীর নাছিরের জামিন আবেদন মুলতবি

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:০২ পূর্বাহ্ণ

সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিনের জামিন ঝুলে গেল আপিল বিভাগে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত তার জামিন আবেদনটি মুলতবি (স্ট্যান্ডওভার) রাখায় আপাতত কারাগারেই থাকতে হচ্ছে দুর্নীতি মামলায় দণ্ডিত এ বিএনপি নেতাকে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ গতকালর সোমবার তার আবেদন মুলতবি রাখার আদেশ দেয়। আইনজীবীরা ৭ম পৃষ্ঠার ৮ম কলাম
বলছেন, মীর নাছির জামিন পাবেন কি পাবেন না, তা ১৪ ডিসেম্বরের পর জানা যাবে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। খবর বিডিনিউজের।
জরুরি অবস্থার সময় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় মীর নাছির তার ছেলে মীর হেলাল উদ্দিনের সাজা বহাল রেখে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছিল হাই কোর্ট। কিন্তু তা না করে তারা আপিল আবেদন করায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ গত ১৫ অক্টোবর তাদের লিভ টু আপিল খারিজ করে দেয়। এরপর গত ৮ অক্টোবর ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন মীর নাছির। সেদিন বিচারক এ এস এম রুহুল ইমরান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন মীর নাছির। রোববার তার জামিন আবেদনের উপর শুনানি শেষ হলে গতকাল সোমবার আদেশের জন্য রাখে আপিল বিভাগ।
আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগ মীর নাছিরের জামিন আবেদনটি ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করে রেখেছেন। আশা করি তিনি জামিন পাবেন। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, মীর নাছিরকে জামিন দেয়নি আপিল বিভগ। তার আবেদনটি মুলতবি রাখা হয়েছে। এ অবস্থায় আপিল বিভাগে মীর নাছিরের জামিন হওয়ার সম্ভাবনা থাকছে কিনা, জানতে চাইলে দুদকের আইনজীবী বলেন, এটি ১৪ ডিসেম্বরের পর বোঝা যাবে। তবে সে পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচাহিদার ৬০% হ্যান্ডসেট তৈরি হচ্ছে দেশে : মন্ত্রী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৪৬ কোটি টাকা