১৯৭১ সালের এই দিনে (৮ ডিসেম্বর) মীরসরাই উপজেলা পাক হানাদার মুক্ত হয়। মীরসরাইয়ে মুক্তিযুদ্ধ শুরু হয় ২৫ মার্চ রাত থেকেই। চট্টগ্রামের দিকে পাক হানাদারদের আগমন প্রতিরোধ করতে ওই রাতে উড়িয়ে দেওয়া হয় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শুভপুর ব্রিজ। তারপর মীরসরাই উপজেলা সদরের অছি মিয়ার পুল উড়িয়ে দিলে ১৩ দিন আটকে থাকে হানাদার বাহিনি।
৮ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা মীরসরাই উপজেলা সদরের দিকে এগুতে থাকেন। মীরসরাই রেলওয়ে স্টেশন রোডের ওয়ার্লেস এলাকা থেকে পাকবাহিনীর জিপ আসার খবরে প্রস্তুুত হন মুক্তিযোদ্ধারা। দীর্ঘক্ষণ চলে গুলিবিনিময়। একপর্যায়ে থেমে যায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধারা নিশ্চিত হন, ওই মুহূর্ত থেকে তারা মুক্ত। মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের আকাশে পত পত করে ওড়ে লাল সবুজের বিজয় নিশান।
মীরসরাই হানাদারমুক্ত হয়েছে–এ কথা বাতাসে দ্রুত ছড়িয়ে যায় মীরসরাইয়ের সর্বত্র। হাজারো জনতার ঢল নামে মীরসরাই হাই স্কুল মাঠে।












