মীরসরাই হবে একটি স্মার্ট আধুনিক মডেল উপজেলা : রুহেল

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৪:২৫ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১১টায় উৎসবমুখর পরিবেশে সহকারী রিটার্নিং অফিসার মাহফুজা জেরিনের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমাদানের পরে রুহেল বলেন, আমি শতভাগ আত্মবিশ্বাসী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে মানুষ নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিবে। মীরসরাই হবে একটি স্মার্ট আধুনিক মডেল উপজেলা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা, সাাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাসহ ১৬টি ইউনিয়ন চেয়ারম্যান, ২ পৌরসভার মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাংসের দোকানে মূল্য বেশি নেয়ায় জরিমানা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা