পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মীরসরাই খানকায়ে লতিফিয়া দরবার শরীফের ১৩তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামীকাল শুক্রবার বাদ আছর থেকে অনুষ্ঠিত হবে। এতে বিশিষ্ট পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ ওয়াজ পেশ কবরেন। মাহফিলে উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দরবার শরীফের পরিচালক হাফেজ মাওলানা শাহ মো. মেছবাহুল ইসলাম লতিফী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












