মীরসরাই-ফটিকছড়ি সড়কে ৫ দিন ধরে বন্ধ যান চলাচল

পাহাড় ধস

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

পাহাড় ধসে গত ৫ দিন ধরে বন্ধ রয়েছে মীরসরাই সদরের ওপর দিয়ে যাওয়া মীরসরাইনারায়নহাটফটিকছড়ি সংযোগ সড়ক। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ঝরঝরি মাজার সংলগ্ন এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি জমে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সড়কে পড়ে থাকা মাটির কিছু অংশ সরিয়ে অল্প কিছু সিএনজি টেক্সি আর মোটরসাইকেল চলাচল করছে। যাত্রীরা গাড়ি ঠেলে কোনমতে রাস্তা পার হচ্ছেন। লেবু চাষি আলাউদ্দিন জানান, ৫ দিন পার হয়ে গেলেও সড়ক ও জনপদ বিভাগের লোকদের দেখা মেলেনি। অন্য দেশ হলে সঙ্গে সঙ্গে এটির সমাধান করতো। কিন্তু ৫ দিনেও এর সমাধান হয়নি।

সীতাকুণ্ডফটিকছড়ি (অতিরিক্ত) সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না। আজ (গতকাল শনিবার) রাতে এস্কেভেটর সেখানে পৌঁছানোর কথা। কাল (আজ) সকাল নাগাদ কাজ শুরু হবে আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধগণপরিবহনের ইকোনমিক লাইফ পুনর্বিবেচনা চায় মালিক ফেডারেশন