বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার আগমন উপলক্ষে মীরসরাই পৌর বিএনপির একটি পক্ষের আনন্দ মিছিলে নিজেদের মধ্যে মারামারির ঘটনায় এক যুবদল কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরে এ আনন্দ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, মিছিলের এক পর্যায়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসেনের কর্মীদের দুটি উপগ্রুপের মধ্যে মিছিলের নেতৃত্ব নিয়ে হাতাহাতির এক পর্যায়ে পরস্পর হামলায় জড়িয়ে পড়ে। এসময় শাহিন নামে এক যুবদল কর্মী আহত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন বলেন, বিষয়টি আমাদের কয়েকজন নেতাকর্মীর মধ্যে ভুল বুঝাবুঝি মাত্র। আমরা আবার উভয় পক্ষকে একত্রিত করে গলাগলিও করিয়ে দিয়েছি।
উল্লেখ্য যে, উক্ত আনন্দ মিছিল উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হক, বিএনপি নেতা ছুট্টু কমিশনার, আলমগীর হোসেন, ফরহাদ হোসেন তুহিন, ইনজামামুল হক ইমন, জাফর ইকবাল, এবাদ হোসেন ননাই, সুমন শর্মা, মো. হারুনুর রশীদ, শাহ আলম, জসীম উদ্দিন, সোহেল সোহাগ, শাহাদাত হোসেন, মাসুদ কিবরিয়া, আলাউদ্দীন, রিয়াদ প্রমুখ।