মীরসরাইয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে আব্দুল কাদের শাওন (৫) নামের এক শিশু। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের সৈদালী উত্তর পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
শাওন ওই এলাকার নুর হোসেন বাড়ির আবদুল হাসানের ছেলে। সে খৈইয়াছরা আইডিয়াল কিন্ডার গার্টেনের ১ম শ্রেণির ছাত্র ছিলো।
এলাকার বাসিন্দা মহসিন বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে হাতে ময়লা থাকায় পুকুরের পানিতে ধুতে যায়। অনেক সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন শাওনকে খোঁজ করতে থাকে।
একপর্যায়ে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মায়ানী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে আমার এলাকার হাসানের ছেলে মারা গেছে। রাত ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।