মীরসরাই দুর্বার আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

মীরসরাই অঞ্চলে দুর্বার আয়োজিত ডিপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৬ মার্চ শনিবার মলিয়াইশ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ফরহাদ উদ্দিনের মালিকানাধীন রাইভাল সোলজার্স ও মেহেদী হাসান জিকুর মালিকানাধীন লায়ন হার্টেড ফুটবল দল। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে লায়ন হার্টেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাইভাল সোলজার্স ফুটবল দল। খেলার শুরুতে সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন এসবিজি ইকোনমিক জোন (মীরসরাই ইকোনমিক জোন-১) এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর কাজী মো. জসীম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, নিজামপুর কলেজের প্রভাষক জসীম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর ও সাধারণ সস্পাদক ইউনূছ মিয়া, শিল্পপতি মো. নুর উদ্দীন, সাজিদ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ শামীম।
এই টুর্নামেন্টে প্রথমবারের মত মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দীন দুলাল ও বাংলাদেশ আম্পুচি ফুটবল দলের খেলোয়াড় সাহাব উদ্দিনকে ডিপিএল সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবলে সুপার থ্রি-পর্ব আজ শুরু
পরবর্তী নিবন্ধরেলিগেশন পর্বের শেষ খেলায় বক্সিরহাটের জয়