মীরসরাই ট্র্যাজেডি আমাদের কাঁদায় : ইঞ্জিনিয়ার মোশাররফ

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাই ট্রাজেডির সেই বেদনার্ত ৪৫ প্রাণ হারানোর ভয়াল দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করলো মীরসরাইবাসী। উপজেলার আবুতোরাব সড়কের সেই রাক্ষুসে খাদে নির্মিত স্মৃতিসৌধ অন্তিমে পুষ্পস্তবক অর্পণ করলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

গতকাল সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পন শেষে আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত স্মরণসভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রতি বছর এই দিনে এই জনপদের এই ট্রাজেডি আমাদের কাঁদায়, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে, চলার পথে বিশেষ করে গাড়ি চালাতে কেউ অসতর্ক বা খামখেয়ালীভাবে অবহেলা করবেন না। এতে হারাতে হবে মূল্যবান নিজের বা প্রিয়জনের প্রাণ। তিনি নিহতদের সকল স্বজন ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল কবির, চেয়ারম্যান কবির নিজামী, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সাবেক চেয়ারম্যান শাহিদুল কাদের চৌধুরী, প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার, নাজমুল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু স্বাস্থ্যসেবায় জেলা পর্যায়ে মমতার পুরস্কার লাভ
পরবর্তী নিবন্ধসিএসইতে ওএফসি রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা