মীরসরাই ট্রাজেডির ১৩তম বার্ষিকী আজ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:৫৪ পূর্বাহ্ণ

আজ ১১ জুলাই, মীরসরাইবাসীর জন্য একটি বেদনার্ত দিন। মীরসরাই উপজেলার আবুতোরাব সড়কে খাদে ট্রাক উল্টে ৪৫ তাজা প্রাণ হারানোর ভয়াল ঘটনার দিন। এ উপলক্ষে আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদন। আবুতোরাব বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল জানান আজ সকাল ১০টায় শোকর‌্যালির পর স্মৃতিস্তম্ভ আবেগ ও অন্তিমে পুষ্পস্তবক অর্পণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।

উল্লেখ্য, এই উপলক্ষে গতকাল বুধবার সকালে নিহত ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘আবেগ’ এ পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এছাড়া তিনি নিহত শিক্ষার্থীদের অনেকের পরিবারের সাথে দেখা করেন। ঘটনার সময় তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকাল বুধবার পুষ্পস্তবক অর্পণ শেষে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নাছির উদ্দিন, নুর উল্লাহ, সরোয়ার আলম, রহিমুল্লাহ, নুর উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নবিউল হক, রাশেদুল করিম, সরোয়ার উদ্দিন, ভুট্টো খান, আব্দুর রহিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকোটা সম্পূর্ণ বাদ বা বহাল দুটোই অযৌক্তিক : ছাত্র ইউনিয়ন
পরবর্তী নিবন্ধবাহারছড়ায় শিক্ষার্থীদের মাঝে ইপসার স্কুল ব্যাগ বিতরণ