মীরসরাই জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের যুব সমাবেশ

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম (মীরসরাই) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তি আর ইসলামী শক্তি আমরা কখনও শত্রু ছিলাম না, আমরা একসাথে জুলাই আন্দোলনে যুদ্ধ করেছি।

আমাদের বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, মেহনতি মানুষের পক্ষে। স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত নির্বাচনে জনগণ নির্বাচিত করবে তার পছন্দের প্রতিনিধিকে। তিনি গত শুক্রবার উপজেলার বড়দারোগারহাটে যুব সমাবেশে একথা বলেন। মিঠাছরা বাজার পর্যন্ত যুব সমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নুরুল আলমের সভাপতিত্বে যুব ও লোকমান হাকিমের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক। বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুর নবী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুল করিম, থানা জামায়াতে আমির নুরুল কবির, নুরুল হুদা হামিদী, ইকবাল হোসেন, সাকিব হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশফিকুল ইসলাম রাহীর লিফলেট বিতরণ ও গণসংযোগ
পরবর্তী নিবন্ধবৈজ্ঞানিক সম্মেলন বিষয়ে প্রস্তুতি সভা