মীরসরাই কলেজে শান্তিনীড়ের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সেবামূলক সংগঠন ‘শান্তিনীড়’র উদ্যোগ ১৫তম শিক্ষোন্নয়ন মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ গতকাল শুক্রবার বিকেল ৪টায় মীরসরাই কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে আবু সাঈদ ও মিরু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, সাবেক বিভাগীয় কর কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার উপ পরিচালক জসিম উদ্দিন, শান্তিনীড়ের উপদেষ্ঠা মীর্জা জসিম উদ্দিন, উপদেষ্ঠা দেলোয়ার হোসেন, সাংবাদিক মাহবুব পলাশ, বিপুল দাস, এম মাঈন উদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাঈফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্তিনীড়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন, হেদায়েত উল্লাহ চৌধুরী, হোসাইন সবুজ, সাংবাদিক রাজু দে, ইকবাল হোসেন, মোহাম্মদ ইউসুফ, আশরাফ উদ্দিন, প্রভাষক শিমুল কান্তি ভৌমিক, অধ্যাপক সাইদুল ইসলাম, শান্তিনীড় কর্মকর্তা দিদারুল আলম, আরাফাত সোহাগ, মেহেদী হাসান, আল হেরা স্কুলের পরিচালক হেলাল উদ্দিন প্রমুখ। আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ সংগঠনের পক্ষ থেকে তিন উপজেলার ১০০ শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধএরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা