মীরসরাই কলেজে নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা

মীরসরাই প্রত্বতনিধি | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

মীরসরাই কলেজের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা গতকাল রবিবার মীরসরাই কলেজে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের অভিষেক মীরসরাই কলেজ অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, বারইয়াহাট কলেজের প্রফেসর নিজাম উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক জাফর উদ্দিন, মীরসরাই কলেজের প্রফেসর ইকবাল হোসেন, উম্মে কাউছার, নজরুল ইসলাম ও মীরসরাই পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন। এসময় সংবর্ধিত সভাপতি আতিকুল ইসলাম লতিফী তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রত্যাশা অনুমোদিত এই নতুন কমিটি আগামীদিনে উক্ত প্রতিষ্ঠানের পড়ালেখার মানোন্নয়ন ও ভাল ফলাফলে যুগান্তকারী ভূমিকা পালন করবে। তিনি নতুন কমিটি ও কলেজের সকল শিক্ষকের কাছে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্ব স্ব ক্ষেত্রে ত্যাগ ও নিরলস শ্রমের তাগিদ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধছাত্রবন্ধু’১৭ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকাগজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ করার দাবি ব্যবসায়ীদের